বরিশাল-৪ আসনে নির্বাচন করার আগ্রহ বিএনপি নেতা রাজিব আহসানের।
মোঃ ইব্রাহীম মুন্সী মেহেন্দিগঞ্জ প্রতিনিধি
বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ-কাজিরহাট) আসনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি ও স্বেচ্ছাসেবক দলের বর্তমান কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজিব আহসান।
স্থানীয় বিএনপির নেতাকর্মীদের বরাতে জানা যায়, এ আসনের সাধারণ মানুষ এখন আর কেবল দলীয় পরিচয়ে ভোট দিতে আগ্রহী নয়। বরং তারা একজন সৎ, শিক্ষিত ও যোগ্য প্রার্থীকে নিজেদের প্রতিনিধি হিসেবে নির্বাচন করতে চায়। ভোটাররা এখন অনেক সচেতন, তারা প্রার্থীর ব্যক্তিগত গুণাবলী, চারিত্রিক বৈশিষ্ট্য ও জনগণের সঙ্গে সম্পৃক্ততা যাচাই করেই সিদ্ধান্ত নিতে আগ্রহী।
নেতাকর্মীরা মনে করছেন, রাজিব আহসানের মেধা, সততা, আন্তরিকতা ও দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে জাতীয় রাজনীতির সঙ্গে জড়িত থেকে দলীয় আদর্শে অনুপ্রাণিত হয়ে কাজ করছেন। স্থানীয়রা বিশ্বাস করেন, রাজিব আহসানকে মনোনয়ন দেওয়া হলে তৃণমূল থেকে শুরু করে সকল শ্রেণি-পেশার মানুষের মধ্যে ইতিবাচক সাড়া পাওয়া যাবে।
তারা আরও বলেন, “আমরা আশাবাদী, দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান যদি রাজিব আহসানকে বরিশাল-৪ আসনে দলীয় প্রার্থী হিসেবে মনোনীত করেন, তবে তিনি জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে এই আসনটি বিএনপির বিজয়ে রূপান্তরিত করতে সক্ষম হবেন ইনশা
আল্লাহ।”
Leave a Reply