পটুয়াখালীর বাউফল উপজেলায় হৃদয়বিদারক এক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন শাকিব (২২) নামের এক শ্রমিক। বালুভর্তি বাল্কহেড আয়রন ব্রিজের নিচ দিয়ে অতিক্রম করার সময় ব্রিজের সাথে ধাক্কা লেগে তাঁর মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
মঙ্গলবার (আজ) বিকেল ৩টার দিকে উপজেলার ১ নম্বর কাছিপাড়া ইউনিয়নের পাকডাল গ্রামের খানবাড়ি সংলগ্ন খালে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত শাকিব কালাইয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কবির হোসেনের পুত্র বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি বাল্কহেডে করে বালু নিয়ে কাছিপাড়া ইউনিয়নের একটি কারখানা থেকে দেওপাশা যাচ্ছিলেন শাকিব। বাল্কহেডটি খানবাড়ি আয়রন ব্রিজের নিচ দিয়ে পার হওয়ার সময় তিনি তার উপর বসে ছিলেন। জোয়ারের কারণে নদীতে পানি বেশি থাকায় এবং ব্রিজটির উচ্চতা কম হওয়ায় অসাবধানতাবশত বাল্কহেডটি ব্রিজের সাথে ধাক্কা খায়। এতে সঙ্গে সঙ্গে শাকিবের মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তাঁর মাথা ব্রিজে ধাক্কা লেগে কেটে গিয়ে বাল্কহেডের উপর পড়ে থাকে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বিচ্ছিন্ন মাথাসহ মরদেহ উদ্ধার করে।
Leave a Reply