হিজলা (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নের বাংলা বাজার এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুন্না (১৬) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মুন্না বাংলা বাজারের দুই দোকানের মধ্যবর্তী একটি সরু ফাঁকা জায়গা দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ বিদ্যুতের শর্টসার্কিটে আক্রান্ত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মুন্না হিজলা উপজেলার চরমেমানিয়া গ্রামের বাসিন্দা সহিদ বাগার পুত্র। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার, এলাকাবাসী ও বন্ধুমহলে শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার বিষয়ে হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আমিনুল ইসলাম জানান—
> “সংবাদ পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে পুলিশ সদস্যদের হাসপাতালে পাঠাই। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় তাঁরা ময়নাতদন্ত ছাড়াই দাফন করতে ইচ্ছা প্রকাশ করেন। এ বিষয়ে অনুমতির জন্য বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে প্রয়োজনীয় কাগজপত্র পাঠানো হয়েছে।”
Leave a Reply