মেহেন্দিগঞ্জে বিশিষ্ট ব্যবসায়ীর শামীমের মৃত্যুতে সাবেক এমপি কাজী মেজবাহউদ্দিন ফরহাদের গভীর শোক
মেহেন্দিগঞ্জ পৌরসভার পাতারহাট বন্দরের সুপরিচিত ও শ্রদ্ধেয় ব্যবসায়ী মরহুম আঃ মালেক হাওলাদার (সবার প্রিয় ‘মালেক মেকার’, কালিকাপুর)-এর একমাত্র পুত্র আসাদুজ্জামান শামীম (বয়স ৩৮) ইন্তেকাল করেছেন।
গত ২৯ জুলাই ২০২৫, বুধবার দিবাগত রাত ২টা ২৫ মিনিটে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এই হৃদয়বিদারক অকাল প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্য এবং বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব অধ্যাপক কাজী মেজবাহউদ্দিন ফরহাদ।
🔶 এক শোকবার্তায় অধ্যাপক ফরহাদ বলেন—
“আসাদুজ্জামান শামীম ছিলেন অত্যন্ত নম্র, ভদ্র, বিনয়ী ও সমাজসেবামনষ্ক একজন তরুণ। তাঁর চারিত্রিক সততা, সৌজন্যবোধ ও মানবিক গুণাবলি তাকে এলাকাবাসীর কাছে অতি আপন করে তুলেছিল। এই অসময়ে তাঁর চলে যাওয়া আমাদের সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি। আমি অত্যন্ত শোকাহত ও ব্যথিত।”
তিনি মরহুম শামীমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
পরিশেষে তিনি মহান আল্লাহর দরবারে দোয়া করেন—
“আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রিয় শামীমকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করেন এবং শোকাহত পরিবার-পরিজনকে এই শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দান করেন।”
Leave a Reply