নওগাঁ সীমান্ত দিয়ে ১০ জনকে পুশ-ইন করল বিএসএফ
ধামইরহাটে বিজিবির অভিযানে আটক
নওগাঁ প্রতিনিধি:
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নওগাঁর ধামইরহাট সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশিকে পুশ-ইন করেছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) ভোরে উপজেলার আগ্রাদ্বিগুন সীমান্তের ২৫৬/৭-এস পিলারসংলগ্ন এলাকা দিয়ে বাংলাদেশে ঢুকিয়ে দিলে বিজিবির টহল দল তাদের আটক করে।
বিজিবি-১৪ (পত্নীতলা) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন: কাকলী আক্তার (২৭), রুজিনা আক্তার (৩৩), আছমা বেগম (৪০), খাদিজা বেগম (৩৪), পাখি বেগম (২৪), নাসরিন বেগম (৩৩), রুমা বেগম (২৫), কোহিনুর বেগম (২৬), মঞ্জুরুল ইসলাম (৩৬) ও সুমন হোসেন (২৭)।
বিজিবি জানায়, আগ্রাদ্বিগুন বিওপির টহল কমান্ডার জেসিও সুবেদার জিহাদ আলীর নেতৃত্বে একটি টহল দল ভোরে মহেষপুর সীমান্ত এলাকায় সন্দেহভাজনভাবে ঘোরাফেরা করতে দেখে তাদের আটক করে। তারা বাংলাদেশ সীমানার প্রায় এক কিলোমিটার ভেতরে অবস্থান করছিলেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, জীবিকার তাগিদে তারা কেউ কেউ মুম্বাইয়ে রাজমিস্ত্রি হিসেবে এবং বাকিরা গৃহপরিচারিকার কাজ করতে গিয়েছিলেন। সেখানকার সিআইডি পুলিশ তাদের আটক করে, পরে ২৯ জুলাই ভারতের হরিবংশীপুর বিএসএফ ক্যাম্পের কাছে হস্তান্তর করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, আটককৃতদের সবাই বাংলাদেশি নাগরিক বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় তাদের ধামইরহাট থানায় হস্তান্তর ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
Leave a Reply