গাইবান্ধা প্রতিনিধি:
গোবিন্দগঞ্জের আকাশে আজ ভেসে উঠেছে এক অন্যরকম আনন্দ আর গর্বের সুর। শহীদ জুয়েল রানা—যার ত্যাগ ও সাহস এ এলাকার মানুষের হৃদয়ে চিরঅম্লান—তার স্মৃতিকে অমর করে রাখতে উদ্বোধন করা হলো শহীদ জুয়েল রানা মিনি স্টেডিয়াম।
শনিবার সকাল ১০টায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া ভার্চুয়ালি এ স্টেডিয়ামের শুভ উদ্বোধন করেন। এসময় শহীদ জুয়েল রানার মা ও পরিবারের সদস্যদের চোখে ছিল গর্ব ও বেদনার মিশ্র ছাপ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা, বিএনপির কেন্দ্রীয় সহ-সংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সত্যরঞ্জন সাহা, উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদ, জেলা জামায়াতের সাবেক আমির ডা. আব্দুর রহীম সরকার, উপজেলা জামায়াতের সেক্রেটারি আবুল কালাম আজাদ, ব্যবসায়ী ও শিল্প মালিক সমিতির সভাপতি সানোয়ার হোসেন দিপু, গোবিন্দগঞ্জ ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোকাররম হোসেন রানা এবং ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ।
স্টেডিয়ামটি শুধু খেলাধুলার মাঠ নয়—এটি হবে নতুন প্রজন্মের স্বপ্ন দেখার জায়গা, যেখানে তারা শহীদ জুয়েল রানার দেশপ্রেম ও সাহসিকতার গল্প শুনে বড় হবে।
Leave a Reply