মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চাঁনপুর ইউনিয়নের কাশিপুর কাচারী এলাকায় জোরপূর্বক জমি দখলের অভিযোগে উত্তেজনা বিরাজ করছে। দুর্গামন্দিরের উত্তর পাশে অবস্থিত দিনেশ সুতারের মালিকানাধীন জমি দোকানঘর নির্মাণের জন্য ভাড়া নেন পার্শ্ববর্তী এলাকার মাসুদ হাওলাদার।
অভিযোগ অনুযায়ী, দীর্ঘদিন জমি ব্যবহারের পরও ভাড়াটিয়া মাসুদ ভাড়ার টাকা পরিশোধ করেননি। এই পর্যন্ত প্রায় ১২ বছরের ভাড়ার টাকা দেয়নি মাসুদ। যারফলে জমি মালিক দিনেশ সুতার দোকানঘর সরিয়ে নেওয়ার অনুরোধ করলে মাসুদ ভাড়া দেওয়ার পরিবর্তে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির সহায়তায় দিনের বেলা জমির গাছপালা কেটে সেখানে নতুন করে দোকানঘর নির্মাণ শুরু করেন।
এ ঘটনা নিয়ে স্থানীয় চেয়ারম্যান, মেম্বারসহ গণ্যমান্য ব্যক্তিরা একাধিকবার সালিশের চেষ্টা করলেও মাসুদ তাতে সাড়া দেননি। পরবর্তীতে দিনেশ সুতার মেহেন্দিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন, কিন্তু পুলিশি তলবেও মাসুদ হাজির হননি।
দিনেশ সুতারের অভিযোগ—
“আমি অসহায় বলে মাসুদ আমার জমি জোরপূর্বক দখল করার চেষ্টা করছে। আমার দাদার সময় থেকে তাদের পরিবার এখানে দোকান করত, আর সেই সুবাদে এখন তারা জমি নিজেদের দাবি করছে। আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি, সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমার জমি ফিরিয়ে দিন।”
এ বিষয়ে ঘটনায়র তদন্ত কর্মকর্তা এ এস আই জসিম উদ্দিন বলেন, “লিখিত অভিযোগ পাওয়ার পর মাসুদকে থানায় ডেকেছি, কিন্তু তিনি আসেননি। বর্তমানে দোকানঘরটি বন্ধ রয়েছে।”
অভিযোগ প্রসঙ্গে ভাড়াটিয়া মাসুদ হাওলাদার বলেন, “আমি কোনোভাবেই জোরপূর্বক জমি দখল করিনি। দীর্ঘদিন ধরে আমরা এই জমিতে ব্যবসা করছি এবং এখানে আমার বিনিয়োগ রয়েছে। মালিকের সঙ্গে বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে, যা আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়া হবে।”
Leave a Reply