হিজলা প্রতিনিধি:
গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচারের দাবিতে বরিশালের হিজলা উপজেলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে কর্মরত সাংবাদিকদের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার স্থানীয় সংবাদকর্মীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন মোহনা টিভির প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক নুরনবী, নিউজ ২১ ওয়ান বাংলা টিভির প্রতিনিধি মো. সেলিম রাড়ী, এশিয়ান টিভির প্রতিনিধি মো. দুলাল সরদার, সংবাদ সকাল পত্রিকার প্রতিনিধি জহির রায়হান এবং উপজেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক মাহবুবুল হক সুমন তালুকদারসহ আরও অনেকে।
বক্তারা বলেন, সারা দেশে সাংবাদিকরা সত্য প্রকাশ করতে গিয়ে হামলা, মামলা এমনকি প্রাণও দিচ্ছেন। কিন্তু অনেক সময় গ্রেফতারের পরও আইনের ফাঁকফোকর দিয়ে অপরাধীরা মুক্ত হয়ে পুনরায় অপরাধে জড়িত হচ্ছে। তারা তুহিন হত্যার সুষ্ঠু ও দ্রুত বিচার দাবি করেন।
সাংবাদিকরা আরও বলেন, ন্যায়বিচার নিশ্চিত হলে সন্ত্রাসীরা ভয়ে অপরাধ থেকে দূরে থাকবে, যা দেশের গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা রক্ষায়
সহায়ক হবে।
Leave a Reply