নিজস্ব প্রতিনিধি-
ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান ও সদা হাস্যোজ্জ্বল সাংবাদিক মুরাদ আহমেদ হৃদরোগে আক্রান্ত হয়ে বর্তমানে রাজধানীর মিরপুর হার্ট ফাউন্ডেশনের ৫ম তলার ৯নং ওয়ার্ডের সিসিইউ কেবিনে ভর্তি আছেন।
মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে তিনি নিজ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে প্রথমে তাকে আরিফ মেমোরিয়াল হাসপাতালে এবং পরে শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়।
শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকালে তাকে দেখতে যান হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর, বরিশালের সিনিয়র সাংবাদিকবৃন্দ এবং মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন।
পরে শেবাচিমের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. অসীম কুমার এবং সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ডা. জাকির হোসেন এর পরামর্শে তাকে মিরপুর হার্ট ফাউন্ডেশনে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি হার্ট ফাউন্ডেশনের চিকিৎসক প্রফেসর ডা. নাজির আহম্মেদ এর তত্ত্বাবধানে রয়েছেন।
সিনিয়র সাংবাদিক মুরাদ আহমেদের রোগমুক্তি কামনা করে দোয়া চেয়েছেন অনলাইন নিউজ পোর্টাল প্রহর বার্তা পত্রিকার প্রকাশক ও সম্পাদক এস এম সোহেল মাহমুদ, নির্বাহী সম্পাদক ইব্রাহিম মুন্সী, প্রধান সম্পাদক ছগির আহমেদ সুরুজ সহ প্রহর বার্তা পত্রিকার পরিবারবৃন্দ।
Leave a Reply