হিজলায় জাতীয় মৎস্যজীবী সমিতির নবাগত কমিটির সৌজন্য সাক্ষাৎ
হিজলা প্রতিনিধি :
বরিশালের হিজলা উপজেলায় জাতীয় মৎস্যজীবী সমিতির নবাগত কমিটির নেতৃবৃন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আলমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রবিবার (তারিখ) সকাল ১১টার দিকে উপজেলা জাতীয় মৎস্যজীবী সমিতির নবগঠিত কমিটির আহ্বায়ক সাজাহান রেজা ও সদস্য সচিব মো. সুলাইমান জমাদ্দারের নেতৃত্বে কমিটির অন্যান্য সদস্যরা এ সৌজন্য সাক্ষাতে অংশ নেন।
এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আলম নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে বলেন, “জাতীয় মৎস্যজীবী সমিতির নতুন কমিটি দেশের জাতীয় সম্পদ রক্ষায় সব সময় প্রশাসনকে সহযোগিতা করবে। আগামীতেও সবাইকে নিয়ে একসাথে কাজ করা হবে।”
নবগঠিত কমিটির আহ্বায়ক সাজাহান রেজা ও সদস্য সচিব মো. সুলাইমান জমাদ্দার বলেন, “বরিশাল জেলা জাতীয় মৎস্যজীবী সমিতি পূর্বের কমিটি বিলুপ্ত করে আমাদের নতুন কমিটি দিয়েছে। আমরা জেলেদের সঙ্গে বিভিন্ন ইউনিয়নে সভা-সমাবেশের মাধ্যমে জাতীয় সম্পদ রক্ষায় কাজ করে যাব। এ কাজে প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করছি।”
Leave a Reply