মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উত্তর উলানিয়া ইউনিয়নের নয়াখালী গ্রামে ওয়াজ উদ্দিন রাড়ী (৬৫) নামের এক দিনমজুরের রহস্যজনক মৃত্যু নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবার দাবি করছে, প্রতিবেশী শিমুল হোসেন ওরফে বাবু রাড়ীর হামলায় তার মৃত্যু হয়েছে।
পরিবার জানায়, বুধবার সকাল ৮টার দিকে ওয়াজ উদ্দিন মাঠে ধানের চারা রোপণ করতে যান। বেলা সাড়ে ১১টার দিকে স্ত্রী হোসনেয়ারা বেগম খাবার নিয়ে গেলে স্বামীর সঙ্গে শিমুল হোসেন বাবুর বাকবিতণ্ডা দেখতে পান। এক পর্যায়ে বাবু ঝালার মুটি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে তাকে পানিতে ফেলে দেয় এবং বুকের ওপর পা দিয়ে চেপে ধরে।
স্ত্রীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলেও বাবু দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় ওয়াজ উদ্দিনকে উদ্ধার করে নিকটবর্তী বাড়িতে নিয়ে যাওয়া হলে দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়।
পরিবার অভিযোগ করেছে, একটি পক্ষ ঘটনাটি ধামাচাপা দিয়ে স্বাভাবিক মৃত্যু হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। তবে বিকেলে খবর পেয়ে মেহেন্দিগঞ্জ থানার ওসি মোঃ ফকরুল ইসলামের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের পরিবারের সঙ্গে কথা বলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায়।
এ বিষয়ে ওসি মোঃ ফকরুল ইসলাম বলেন,
“খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিবার ও এলাকাবাসীর সঙ্গে কথা বলেছি। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এখনো মামলা হয়নি। পোস্টমর্টেম রিপোর্টের পরই নিশ্চিত হওয়া যাবে এটি হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু।”
ঘটনাটি ঘিরে পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
Leave a Reply