1. admin@prohorbarta.com : admin :
  2. musnsinews1981@gmail.com : Ibrahim Munshi : Ibrahim Munshi
  3. mahmudsohel437@gmail.com : Sohel Mahamud : Sohel Mahamud
বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০৭:১৬ অপরাহ্ন
বিজ্ঞপ্ত
দেশের বিভিন্ন জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। 01733124826
সর্বশেষ সংবাদ
গণতন্ত্র মঞ্চের ঘোষিত প্রথম তালিকায় বরিশাল-৪ আসনে প্রার্থী আবু আল রায়হান বরিশাল ডিসি কোর্টে সাংবাদিক ও তার স্ত্রীর উপর হামলা পুনরায় প্রধান শিক্ষক হিসেবে বরিশাল জিলা স্কুলে নুরুল ইসলাম স্যারের যোগদানে আনন্দিত ও উচ্ছ্বাসিত হয়েছেন ছাত্র-শিক্ষক অভিভাবক এবং কর্মচারীরা চাঁদাবাজ ও ভূমি দখলকারীদের বিচার খাম্বায় বেঁধে করা হবে: সাবেক এমপি মেজবাহ উদ্দিন ফরহাদ মেহেন্দিগঞ্জে দুর্ধর্ষ ডাকাত নাঈম দেওয়ান আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার কাজীরহাটে ইয়াবা সহ পুলিশের হাতে গ্রেফতার ৩ হিজলায় গরুর ঘাস কাটতে গিয়ে বৃদ্ধের মৃত্যু গৌরনদীতে শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ মেহেন্দিগঞ্জের যাদুয়ায় বসতঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ হিজলায় মাদক সহ পুলিশের হাতে আটক-2

মেহেন্দিগঞ্জে ঘাট দখল করে জাল গুছানোর প্রতিবাদ করায় মারধরের শিকার শহীদ আকন!

  • প্রকাশিত বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ৬৫ ০ বার সংবাদি দেখেছে

মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ
মেহেন্দিগঞ্জ উপজেলার উত্তর উলানিয়া ইউনিয়নে মাছ ব্যবসায়ী শহীদ আকন (৪০) এর উপর হামলার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার রাত ৮টার দিকে হামলার ঘটনাটি ঘটে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে রাতেই মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। উন্নত চিকিৎসার জন্য বুধবার সকালে তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়। আহত শহীদ আকন ওই ইউনিয়নের মৎস্যজীবি দলের সহ-সভাপতি। শহীদ আকন অভিযোগ করেন, পরিকল্পিতভাবে তার উপর হামলা করে শুভ, রিয়াম, খায়ের, মিন্টুসহ ১০-১৫ জনে। তিনি একজন মাছ ব্যবসায়ী। প্রতিদিনের ন্যায় উত্তর উলানিয়ার মেঘনা তীরবর্ত্তী ফয়সাল চৌধুরীর মাছঘাট থেকে মাছ কিনে পাতারহাটের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন পথিমধ্যে রাত ৮ টার দিকে স্থানীয় কাজী বাড়ির সামনে পৌঁছলে হামলাকারীরা লাঠিসোটা এবং ধারালো অস্ত্র নিয়ে তার উপর হামলা করেন। এসময় তার সাথে থাকা ২৫ হাজার টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ারও অভিযোগ করেন আহত।

স্থানীয়রা বলেন, এক ঘাটের জেলে আরেক ঘাটের সামনে গিয়ে জাল গুছানোকে কেন্দ্র করে দুই মাছ ঘাটের সরকার ও কর্মচারীদের মধ্যে বিরোধ দেখা দেয়।

এদিকে আহতের চিকিৎসার খোঁজখবর নেন সাবেক এমপি মেজবাহ উদ্দিন ফরহাদ। হাসপাতালে দেখতে যান বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য জিয়া উদ্দিন সুজন, বরিশাল উত্তর জেলা কৃষক দলের আহবায়ক নলী মোহাম্মদ জামালসহ আরো অনেকে। হামলার ঘটনায় তারা নিন্দা জানান।

এবিষয়ে ফয়সাল চৌধুরীর ঘাটের আবুল কালাম ও রাসেল চৌধুরী জানান, মঙ্গলবার বিকেলে শহীদ আকন যখন তাদের ঘাটে মাছ কেনার জন্য অপেক্ষমান ছিলেন ঠিক তখন পার্শ্ববর্তী মিল্টন চৌধুরীর ঘাটে মাছ বিক্রি করে একটি জেলে ট্রলার ফয়সাল চৌধুরীর ঘাট দখল করে জাল গুছাচ্ছিলেন। তাতে আপত্তি জানান তারা। এই নিয়ে দুই পক্ষের ঘাটের লোকজনের সাথে কথা কাটাকাটি হয়। তখন শহীদ আকন ফয়সাল চৌধুরীর ঘাটের স্টাফদের পক্ষ নেন। এরই জের ধরে শহীদ আকনকে মারধর করার হুমকি দেন প্রতিপক্ষরা। এর কিছুক্ষণ পরে শহীদ আকন ফয়সাল চৌধুরীর ঘাট থেকে মাছ নিয়ে যাবার সময় সংক্ষুব্ধ জেলেরা তার উপর (শহীদ আকন)’র উপর হামলা করে। এই বিষয়ে মিল্টন চৌধুরীর ঘাটের অভিযুক্ত সরকার মিন্টু বলেন হামলার সাথে মিল্টন চৌধুরীর ঘাটের কেউ জড়িত নয়। শহীদ আকন এর সাথে একদল জেলেদের মধ্যে কথার কাটাকাটি এবং মারামারি হয়েছে শুনেছি। আমাদের উদ্দেশ্যেপ্রনোদীতভাবে জড়ানো হয়েছে।

এই হামলার ব্যাপারে মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ ফখরুল ইসলাম বলেন, এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি, অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ