মোটরসাইকেল দুর্ঘটনায় ‘জুলাই যোদ্ধা’ সজিব শিকদারের মর্মান্তিক মৃত্যু
বামনা (বরগুনা) প্রতিনিধি :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাহসী যোদ্ধা, বরিশালের বুলেটবিদ্ধ তরুণ মোঃ সজিব শিকদার (২৪) আর নেই। শনিবার (২৮ জুলাই ২০২৫) সকালে বাগেরহাটের ফকিরহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই ‘জুলাই যোদ্ধা’।
সজিব বরগুনার বামনা উপজেলার পূর্ব সফিপুর গ্রামের বাসিন্দা এবং দুলাল শিকদারের সন্তান। প্রতিদিনের মতো কর্মস্থলে যাওয়ার সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে গুরুতর আঘাত পান তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)
সজিব শিকদার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বরিশালে পুলিশের গুলিতে দুই পায়ে বুলেটবিদ্ধ হয়ে আলোচনায় আসেন। সাহসিকতার জন্য তিনি এলাকায় ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচিতি পান।
সজিব রাজধানীর একটি প্রতিষ্ঠিত খাদ্য কোম্পানি, প্রাণ-এর প্যাস্ট্রি শপ শাখায় কর্মরত ছিলেন। আজ মঙ্গলবার (২৯ জুলাই) নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
তাঁর অকাল মৃত্যুতে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। মৃত্যুকালে তিনি পিতা, মাতা, এক ভাই, এক বোন এবং অসংখ্য গুণমুগ্ধ রেখে গেছেন।
তরুণ এই সাহসী যোদ্ধার বিদায়ে তার সহপাঠী, প্রতিবেশী ও শুভানুধ্যায়ীরা শোক জানিয়ে বলেন—
“সজিবের মতো তরুণেরা সমাজে আলোর পথ দেখায়, তার চলে যাওয়া অপূরণীয় ক্ষতি।”
Leave a Reply