“সাংবাদিক তুহিন হত্যার তীব্র নিন্দা জানালেন প্রহর বার্তার সম্পাদক”
—
নিজস্ব প্রতিবেদক:
গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় দৈনিক প্রতিদিনের কাগজ-এর স্টাফ রিপোর্টার ও নির্ভীক সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় গভীর শোক, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন অনলাইন নিউজ পোর্টাল প্রহর বার্তা-এর প্রকাশক ও সম্পাদক এস এম সোহেল মাহমুদ।
শুক্রবার রাতে এক বিবৃতিতে তিনি বলেন—
“একজন সত্যনিষ্ঠ সাংবাদিককে নৃশংসভাবে হত্যা গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারের ওপর নির্মম আঘাত। আসাদুজ্জামান তুহিন ছিলেন সাহসী, নিষ্ঠাবান এবং পেশার প্রতি দায়িত্বশীল একজন সংবাদকর্মী। তাঁর রক্ত বৃথা যাবে না। আমরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি দাবি করছি।”
তিনি আরও বলেন, সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ হয়ে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। তুহিন হত্যাকাণ্ড শুধু একজন ব্যক্তিকে হারানো নয়, এটি সত্য ও ন্যায়ের সংগ্রামে এক অমূল্য ক্ষতি।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে চান্দনা চৌরাস্তা এলাকায় ৫–৬ জন দুর্বৃত্তের ধারালো অস্ত্রের হামলায় নিহত হন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন। পুলিশ এ ঘটনায় এক দম্পতিসহ মোট ৭ জনকে গ্রেপ্তার করেছে।
Leave a Reply