নিজস্ব প্রতিবেদক:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ ১৬টি নতুন রাজনৈতিক দল রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) প্রাথমিক যাচাই-বাছাই শেষে এ তথ্য নিশ্চিত করেছে ইসির নির্বাচন শাখা।
রবিবার (১০ আগস্ট) ইসির অতিরিক্ত সচিব আলী নেওয়াজ সাংবাদিকদের জানান, প্রাথমিক যাচাইয়ে উত্তীর্ণ দলগুলোকে এখন মাঠ পর্যায়ে তদন্তের জন্য পাঠানো হবে। তিনি বলেন, “প্রথম ধাপের যাচাইয়ে যেসব দল শর্ত পূরণ করেছে, তাদের তথ্য-উপাত্ত যাচাই করতে মাঠ পর্যায়ে যাচাই-বাছাই পরিচালিত হবে।”
ইসি সূত্রে জানা গেছে, গত ২২ জুন পর্যন্ত নিবন্ধনের জন্য ১৪৫টি রাজনৈতিক দল মোট ১৪৭টি আবেদন করেছিল। তবে প্রথম ধাপে কোনো দলই সম্পূর্ণ শর্ত পূরণ করতে না পারায় ১৫ দিনের অতিরিক্ত সময় দেওয়া হয়। গত ৩ আগস্ট বিকেল ৫টায় সেই সময়সীমা শেষ হয়।
নিবন্ধনের শর্ত
নির্বাচন কমিশনের আইন অনুযায়ী, নিবন্ধন পেতে ইচ্ছুক রাজনৈতিক দলের থাকতে হবে—
একটি পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি
অন্তত এক-তৃতীয়াংশ জেলা ও ১০০টি উপজেলা কমিটি
প্রতিটি কমিটিতে ন্যূনতম ২০০ ভোটারের সমর্থনের প্রমাণ
এছাড়া, পূর্ববর্তী কোনো সংসদ সদস্য থাকা বা আগের জাতীয় নির্বাচনে অন্তত পাঁচ শতাংশ ভোট পাওয়া দলও নিবন্ধনের যোগ্য হিসেবে বিবেচিত হয়।
নিবন্ধন প্রক্রিয়া
প্রথমে আবেদনগুলোর প্রাথমিক যাচাই-বাছাই করা হয়। এরপর মাঠ পর্যায়ে সরেজমিন তদন্তের মাধ্যমে তথ্য যাচাই হয়। পরে দাবি-আপত্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ, শুনানি এবং সবশেষে চূড়ান্ত নিবন্ধন সনদ প্রদান করা হয়। নিবন্ধন ছাড়া কোনো রাজনৈতিক দল নিজস্ব প্রতীকে জাতীয় নির্বাচনে অংশ নিতে পারে না।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, মাঠ পর্যায়ের তদন্ত শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং তখন ১৬টি দলের নাম আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
Leave a Reply