হিজলা প্রতিনিধি:
বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীর আলীগঞ্জ এলাকায় জাহাজের ধাক্কায় মালবোঝাই একটি জাহাজ ডুবে গেছে। ঘটনাটি নিশ্চিত করেছেন হিজলা নৌ–পুলিশ ফাঁড়ির ইনচার্জ গৌতম চন্দ্র মণ্ডল।
জানা যায়, ভারত থেকে ১১২০ মেট্রিক টন কাঁচামাল ‘ফ্লাই-অ্যাশ’ নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় এমবি মিম নামের জাহাজটি। গত ১১ আগস্ট রাত আনুমানিক ৩টার দিকে আলীগঞ্জ বাজার সংলগ্ন মেঘনা নদীতে জাহাজটি নোঙর করে ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা এমবি আল কুরা-১ নামের জাহাজ সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এমবি মিম নদীতে তলিয়ে যায়।
জাহাজে থাকা সব স্টাফ নিরাপদে রয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় এমবি মিম জাহাজের মালিকের ভাই মানিক মিয়া হিজলা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
হিজলা নৌ–পুলিশ ফাঁড়ির ইনচার্জ গৌতম চন্দ্র মণ্ডল জানান, “নদীতে জাহাজ ডুবির সংবাদ পেয়ে তাৎক্ষণিক ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাই। মালিকপক্ষের সঙ্গে কথা হয়েছে, জাহাজ উত্তোলনে আমরা তাদের সহযোগি
তা করব।”
Leave a Reply