ইব্রাহীম মুন্সী//স্টাফ রিপোর্টার
মেহেন্দিগঞ্জে সাবেক সংসদ সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদের উপর হামলার মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা ও দুর্ধর্ষ সন্ত্রাসী হাসান জমাদ্দারকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ফকরুল ইসলামের নির্দেশনায় এসআই রুবেলের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল শ্রীপুর ইউনিয়নের আনন্দ বাজার এলাকা থেকে তাকে আটক করে।
থানা সূত্রে জানা যায়, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় মেজবাহ উদ্দিন ফরহাদ মনোনয়নপত্র জমা দিয়ে উপজেলা চত্বর থেকে বের হওয়ার পথে হাসান জমাদ্দারসহ একদল সন্ত্রাসী তার কর্মী-সমর্থকদের উপর হামলা চালায়। এ ঘটনায় একাধিক ব্যক্তি গুরুতর জখম হয়। পরে মেজবাহ উদ্দিন ফরহাদ বাদী হয়ে ৩ নভেম্বর ২০২৪ সালে মেহেন্দিগঞ্জ থানায় মামলা দায়ের করেন। সেই মামলার আসামি হিসেবেই হাসান জমাদ্দারকে গ্রেফতার করা হয়েছে।
মেহেন্দিগঞ্জ থানার ওসি মো. ফকরুল ইসলাম বলেন, “হাসানকে গ্রেফতার করা হয়েছে এবং আগামীকাল বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।”
স্থানীয় সূত্র জানায়, হাসান জমাদ্দার এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী। অতীতে অস্ত্রসহ পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল। নৌপথে ডাকাতি, চাঁদাবাজি এবং বিভিন্ন সশস্ত্র হামলার সঙ্গে তার নাম জড়িত। সম্প্রতি শ্রীপুর নদীতে একটি মালবাহী ট্রলারে ডাকাতির ঘটনাতেও তার সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ রয়েছে। আটকৃত হাসান জমাদর ১৪ নং শ্রীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক বলে জানা গেছে।
Leave a Reply