1. admin@prohorbarta.com : admin :
  2. musnsinews1981@gmail.com : Ibrahim Munshi : Ibrahim Munshi
  3. mahmudsohel437@gmail.com : Sohel Mahamud : Sohel Mahamud
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্ত
দেশের বিভিন্ন জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। 01733124826
সর্বশেষ সংবাদ
চাঁদাবাজ ও ভূমি দখলকারীদের বিচার খাম্বায় বেঁধে করা হবে: সাবেক এমপি মেজবাহ উদ্দিন ফরহাদ মেহেন্দিগঞ্জে দুর্ধর্ষ ডাকাত নাঈম দেওয়ান আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার কাজীরহাটে ইয়াবা সহ পুলিশের হাতে গ্রেফতার ৩ হিজলায় গরুর ঘাস কাটতে গিয়ে বৃদ্ধের মৃত্যু গৌরনদীতে শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ মেহেন্দিগঞ্জের যাদুয়ায় বসতঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ হিজলায় মাদক সহ পুলিশের হাতে আটক-2 হিজলা মৎসখাতে টেকসই উন্নয়নে তরুনদের ভাবনা নিয়ে শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত  হিজলায় স্বেচ্ছাসেবক দলের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পূর্ণ । মেহেন্দিগঞ্জে দিনমজুরকে পিটিয়ে হত্যার অভিযোগ

মেহেন্দিগঞ্জের যাদুয়ায় বসতঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

  • প্রকাশিত শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১৬ ০ বার সংবাদি দেখেছে

মেহেন্দিগঞ্জের যাদুয়ায় বসতঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

 

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ৪নং দক্ষিণ উলানিয়া ইউনিয়নের যাদুয়া গ্রামে পূর্বশত্রুতার জেরে বসতঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একই পরিবারের তিনজন গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

 

আহতরা হলেন—মন্নান সরদার (৪৭), তার স্ত্রী মোরশেদা বেগম (৪০) এবং ছেলে শাকিল (২২)। প্রথমে তাদের মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

 

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে বাবুল মাঝির সুপারি চুরির ঘটনাকে কেন্দ্র করে শাকিলকে সন্দেহ করা হয়। পরবর্তীতে বিষয়টি ভুল বোঝাবুঝি প্রমাণিত হলে উভয়পক্ষের মধ্যে মীমাংসাও হয়ে যায়। কিন্তু বিকালে পূর্বশত্রুতার জেরে প্রতিবেশী মতলেব বাঘা ও তার আত্মীয়স্বজনরা শাকিলকে ‘চোর’ আখ্যা দিয়ে গালিগালাজ শুরু করে।

 

শাকিল প্রতিবাদ করলে মতলেব বাঘা, খালেক বাঘা, রুবেল বাঘা, মনির বাঘা, মোশারেফ বাঘা, মন্নান মিস্ত্রী, ফয়সাল বেপারী ও জুয়েল বাঘা লাঠিসোটা নিয়ে তার বাড়িতে হামলা চালায়। এসময় তারা বসতঘরে ব্যাপক ভাঙচুর চালিয়ে শাকিলসহ তার বাবা-মাকে পিটিয়ে রক্তাক্ত জখম করে।

 

আহতদের নানী সামছুন্নাহার অভিযোগ করেন, হামলাকারীরা ঘরের আলমারিতে থাকা নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মূল্যবান সামগ্রী লুটপাট করে নিয়ে গেছে। বর্তমানে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। বাড়িতে পুরুষ সদস্য না থাকায় গোয়ালঘরে থাকা গরু-বাছুর নিয়েও তারা শঙ্কায় আছেন।

 

এলাকার একাধিক বাসিন্দা অভিযোগ করেন, হামলাকারীরা আসলে পার্শ্ববর্তী গোবিন্দপুর ইউনিয়নের ভোটার। নদীভাঙনের কারণে তারা যাদুয়া গ্রামে বসতি গড়ে তোলে। এরপর থেকেই প্রায়ই স্থানীয়দের সঙ্গে অকারণে বিবাদে জড়িয়ে পড়ে এবং একাধিক হামলার ঘটনাও ঘটিয়েছে। স্থানীয় এক প্রভাবশালী যুবনেতার আশ্রয়-প্রশ্রয়ে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটছে বলে অভিযোগ করেন তারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ