হিজলা প্রতিনিধি ॥
বরিশালের হিজলা উপজেলায় গরুর জন্য ঘাস কাটতে গিয়ে নিখোঁজ হওয়ার একদিন পর নদীর তীরে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ব্যক্তির নাম ইসমাইল সরদার (৮০)। তিনি উপজেলার গুড়াবাড়িয়া ইউনিয়নের কালিকাপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে ইসমাইল সরদার গরুর জন্য ঘাস কাটতে নদীর তীরে যান। এরপর আর বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন।
রবিবার সকাল প্রায় ১১টার দিকে বাড়ির পার্শ্ববর্তী নদীর তীরে স্থানীয়রা তার লাশ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে হিজলা থানা পুলিশ ও নৌ–পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, “সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতির জন্য মরদেহ বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়েছে।”
Leave a Reply