মেহেন্দিগঞ্জে দুর্ধর্ষ ডাকাত নাঈম দেওয়ান আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার
হিজলা প্রতিনিধি
মেহেন্দিগঞ্জ উপজেলার দড়িচর খাজুরিয়া ইউনিয়নের কুখ্যাত আন্তঃজেলা ডাকাত নাঈম দেওয়ানকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করেছে কোস্টগার্ড। বুধবার (২৭ আগস্ট) সকাল ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে হিজলা-মেহেন্দিগঞ্জ কোস্টগার্ডের একটি যৌথ অভিযান তার নিজ বাড়িতে পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন বিসিজি স্টেশন কালিগঞ্জের পেটি অফিসার (পিও) সানোয়ার হোসেন।
গ্রেফতারের সময় নাঈম দেওয়ানের কাছ থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, একটি তাজা গুলি, একটি চাইনিজ কুড়াল, কিছু বিদেশি মুদ্রা এবং ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়। পরে তাকে মেহেন্দিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফখরুল ইসলাম জানান, নাঈমের বিরুদ্ধে বর্তমানে দুটি নতুন মামলা রুজু করা হয়েছে — একটি অস্ত্র মামলা এবং আরেকটি ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে। তিনি আরও জানান, এ দুর্ধর্ষ অপরাধীর বিরুদ্ধে মেহেন্দিগঞ্জসহ দেশের বিভিন্ন থানায় মোট ১৭টি মামলা রয়েছে। সে এর আগেও একাধিকবার অস্ত্রসহ গ্রেফতার হয়েছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, নাঈম দেওয়ান দীর্ঘদিন ধরে গজারিয়া নদী ও আশপাশের নৌপথে চাঁদাবাজি ও ডাকাতির নেতৃত্ব দিয়ে আসছিল। তার ভয়ে ওই রুটে চলাচলকারী নৌযানের মাঝি-মাল্লারা নিয়মিত আতঙ্কে থাকতেন।
কোস্টগার্ড ও পুলিশের এ সফল অভিযানে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে।
Leave a Reply