চাঁদাবাজ ও ভূমি দখলকারীদের বিচার খাম্বায় বেঁধে করা হবে: সাবেক এমপি মেজবাহ উদ্দিন ফরহাদ
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি
চাঁদাবাজ ও ভূমি দখলকারীদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা অধ্যাপক মেজবাহ উদ্দিন ফরহাদ।
তিনি বলেছেন, “চাঁদাবাজ ও দখলদারদের বিচার খাম্বায় বেঁধে করা হবে। তারা জাতির শত্রু। তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”
বুধবার (২৭ আগস্ট) বিকেলে মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে অনুষ্ঠিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি গাগুরিয়া সুইসগেট, স্বাধীন বাজার, গাগুরিয়া বাজার ও বটতলা এলাকায় গণসংযোগে অংশ নেন।
অধ্যাপক ফরহাদ বলেন, “৫ আগস্টের পর থেকে বিএনপির নাম ভাঙিয়ে কিছু চাঁদাবাজ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের উপর জুলুম চালাচ্ছে। বিশেষ করে গোবিন্দপুর চরের জমি দখল করেছে। এদের কাউকে ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও অভিযোগ করেন, “আলীমাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাপ্পীকে রক্ষা করতে গিয়ে কারা কারা চাঁদা নিয়েছেন, সেই সমস্ত তথ্য আমাদের হাতে আছে। সময়মতো সবাইকে জবাবদিহি করতে হবে।”
পথসভায় তিনি দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীর প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
এ সময় উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য ও সাবেক পৌর মেয়র জিয়া উদ্দিন সুজন, সাবেক পৌর বিএনপি সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ এম আর আলম, উত্তর জেলা কৃষক দলের আহ্বায়ক নদী মো. জামাল হোসেন, যুবদলের যুগ্ম আহ্বায়ক মাকসুদুর রহমান মুকুল, তাতী দলের আহ্বায়ক ইউনুছুর রহমান যুবায়ের, মেহেন্দিগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক আমজাদ পোদ্দার, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মাসুদ মৃর্ধা, ইউনিয়ন কৃষক দলের সভাপতি সেন্টু রাঢ়ী ,শ্রমিক দলের সহ-সভাপতি নিজাম বয়াতি,সাধারণ সম্পাদক রিয়াজ আকন, সাংগঠনিক সম্পাদক রূহুল আমিনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
গণসংযোগকালে অধ্যাপক মেজবাহ উদ্দিন ফরহাদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান স্থানীয় নেতাকর্মীরা।
Leave a Reply