নিজস্ব প্রতিবেদক।।
বরিশাল ডিসি কোর্ট প্রাঙ্গণে প্রকাশ্যে হামলার শিকার হয়েছেন সাংবাদিক খান আরিফ ও তার স্ত্রী। সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে কোর্ট ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব পরিকল্পিতভাবে আসামিপক্ষ অতর্কিতভাবে সাংবাদিক দম্পতির ওপর হামলা চালায়।
জানা গেছে, চলতি বছরের ২৬ মে (২৬/৫/২০২৫) সাংবাদিক খান আরিফ প্রাণনাশের হুমকি পাওয়ার ঘটনায় একটি মামলা দায়ের করেছিলেন। মামলাটি ১০৭ ও ১১৭ ধারায় রুজু হয়। মামলার কার্যক্রম চলমান থাকা অবস্থায় আজ কোর্টে হাজিরা দিতে গেলে আসামিপক্ষ উপস্থিত হয়ে বাদি ও তার স্ত্রীকে সন্তানকে লক্ষ্য করে হামলা করে। এসময় সাংবাদিক খান আরিফকে মারধর করা হয় এবং তার স্ত্রীকেও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।
এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক খান আরিফ জানান, সর্বপ্রথম তারা রাস্তায় আমার পথরোধ করে। পরে কোর্টের সামনে বসেই আবারও আমাদের ওপর হামলা চালায়। পুলিশ তাৎক্ষণিকভাবে আমাদের উদ্ধার করলেও আসামিপক্ষ পালিয়ে যায়। তিনি আরও অভিযোগ করেন, আসামিরা প্রকাশ্যে এমন ঘটনা ঘটিয়ে আইনকে তুচ্ছ করছে।
ঘটনার সময় কোর্ট প্রাঙ্গণে উপস্থিত আইনজীবী ও সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। অনেকে দৌড়ে নিরাপদ স্থানে সরে যান। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সাংবাদিক দম্পতিকে নিরাপদে সরিয়ে নেয়।
এ ঘটনায় সাংবাদিক মহল তীব্র নিন্দা জানিয়েছেন। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের একজন কর্মকর্তা বলেন ভুক্তভোগী যদি মামলা করেন বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply