নিউজ ডেস্ক।।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণতন্ত্র মঞ্চ তাদের প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) ঢাকায় রিপোর্টার্স ইউনিটির শফিকুল আলম মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করা হয়।
ঘোষিত তালিকায় বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজিরহাট) আসনে প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জুলাই যোদ্ধা, কবি ও আইনজীবী আবু আল রায়হান ( রুদ্রাক্ষ রায়হান)।
গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনে বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার নিশ্চিত ও অবাধ-নিরপেক্ষ নির্বাচন বাস্তবায়নের লক্ষ্যে তারা এই প্রার্থী তালিকা প্রকাশ করেছেন।
Leave a Reply